বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে বাঁধের কাজে অনিয়ম: সেই পিআইসির সভাপতি শাহ আলীকে জরিমানা

তাহিরপুরে বাঁধের কাজে অনিয়ম: সেই পিআইসির সভাপতি শাহ আলীকে জরিমানা

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গুরমার হাওর বর্ধিতাংশের উপ-প্রকল্পের ১৭নং পিআইসির ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শাহ আলী কে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে ১৫হাজার টাকা জরিমানা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি,)মোঃ আলাউদ্দিন।এবং সঠিকভাবে বাঁধের কাজ শেষ করার শর্তে মুচলেকা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি জিম্মাদার হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শাহ আলী উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামের বাসিন্দা ও গুরমা বর্ধিতাংশের উপ-প্রকল্পের পানার হাওরের ১৭নং পিআইসির সভাপতি।

শনিবার (৫মার্চ)দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আলাউদ্দিন উপজেলার পানা-ইকরদাইড় ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনে গিয়ে,ফসল রক্ষা বাঁঁধের কাজ অনিয়ম পরিলক্ষিত হওয়ায় জনসম্মুখে এ জরিমানা করা হয়।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মীসহ স্থানীয় কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আলাউদ্দিন বলেন বাঁধের কাজে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ১৭নং পিআইসির সভাপতি শাহ আলী কে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে মুচলেকা নিয়ে শর্তসাপেক্ষে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মাদার হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম প্রমাণ হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments