বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকযুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি ইউক্রেনীয়

যুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি ইউক্রেনীয়

বাংলাদেশ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি ইউক্রেনীয়।

শনিবার এক টুইট বার্তায় এই কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী অলেকসি রেজনিকভ।

টুইট বার্তায় তিনি বলেন, ‘৬৬২২৪। এই পরিমাণ লোক দলে দলে এই মুহূর্তে তাদের দেশ রক্ষা করতে প্রবাশ থেকে ফিরেছে। এটি ১২টির বেশি যুদ্ধের জন্য প্রস্তুত অনুপ্রাণিত ব্রিগেড। ইউক্রেনবাসী, আমরা অপরাজেয়!’

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতিসঙ্ঘের তথ্য অনুসারে, যুদ্ধ থেকে বাঁচতে ১২ লাখের বেশি শরণার্থী ইউক্রেন ছেড়েছে।

সূত্র : আলজাজিরা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments