পাভেল মিয়া: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ স্নিগ্ধ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে মঙ্গলবার দুপুরে এই দুঘর্টনা ঘটে। নিহত স্নিগ্ধ ওই এলাকার আব্দুস সালামের ছেলে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া জানান, স্নিগ্ধ বাড়ির উঠানে খেলছিল।
খেলতে গিয়ে সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসি।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।