শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সাপ

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সাপ

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে দেখা মিলেছে বিরল প্রজাতির সাপ। পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো। দেহে অদ্ভুত সুন্দর হলুদের ছোঁয়া থাকায় জীবিত এ সাপ দেখতে খুবই সুন্দর। সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ট্যুরিজম পার্কের সামনে এ সাপটি দেখতে পায় জেলেরা।

পরে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, গত বুধবার (৮ জুন) সকালে সমুদ্রের জোয়ারে এসাপটি তীরে ভেসে আসে। আবার জোয়ারের সময় সমুদ্রে চলে গেছে। এর পর আর এটিকে দেখা যায়নি।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র- ভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থ বিষধর। এটির বৈজ্ঞানিক নাম হাইড্রোফিছ প্লাটুরাস। এ সাপ সচরাচর দেখা যায়না। তবে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক ২০২০- ২১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রজাতির দু’টি সাপ দেখাতে পায় বলে তিনি জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments