বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সবজি চাষে কৃষকদের আগ্রহ

উল্লাপাড়ায় সবজি চাষে কৃষকদের আগ্রহ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ ইউনিয়নের পাঁচ (৫) গ্রামের কৃষকদের মাঝে সবজি ফসলের আবাদে আগ্রহ বাড়ছে ৷ এরা বিভিন্ন সবজি ফসলের মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ জমিতে পটল আবাদ করছেন ৷

এবারেও কৃষকেরা মাঠগুলোয় বেশী পরিমাণ জমিতে আবাদ করা পটল ফসল তুলে এলাকার আড়ত ও পাইকারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ৷ উল্লাপাড়া উপজেলার পাশাপাশি অবস্থানের কয়ড়া ও মোহনপুর ইউনিয়নের বর্ধনগাছা , চর বর্ধনগাছা , কয়ড়া সড়াতলা , রতনদিয়ার , কয়ড়া হরিষপুর গ্রাম এলাকার আবাদী মাঠে কৃষকেরা পটল ফসল আবাদ করেছেন ৷

উপজেলা কৃষি অফিস সুত্রে এবারের মৌসুমে গ্রাম পাচটির আবাদী মাঠে প্রায় ত্রিশ হেক্টর পরিমাণ জমিতে পটল ফসলের আবাদ হয়েছে ৷ কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার মাঠে এবারে বেশী পরিমাণ জমিতে পটল ফসলের আবাদ করা হয়েছে ৷ সরেজমিনে মাঠে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায় , সবজি ফসলের আবাদকারী কৃষক সংখ্যা বছর ঘুরতেই বাড়ছে ৷ কৃষকেরা পটল ছাড়াও বিভিন্ন সবজি ফসলের আবাদ করে থাকেন ৷ কয়ড়া ও মোহনপুর ইউনিয়ন এলাকায় এবারে পটল ফসল কেনাবেচায় তিনটি আড়ত খোলা হয়েছে ৷ কৃষকেরা জমি থেকে পটল তুলে আড়তে নিয়ে বিক্রি করেন ৷ প্রতিদিন প্রায় দুইশো মন পটল আড়তগুলোয় কেনাবেচা হয়ে থাকে বলে জানানো হয় ৷ এছাড়া কৃষকদের কেউ কেউ এলাকার হাটগুলোয় নিয়ে পাইকারি বিক্রি করেন বলে জানা গেছে ৷

কয়ড়া সড়াতলা গ্রামের কৃষক আলী আহম্মেদ জানান, বেশ ক্#৩৯;বছর ধরে তিনি পটলের আবাদ করে আসছেন ৷ এবারে ২৩ শতক জমিতে পটলের আবাদ করেছেন ৷ প্রতি সপ্তাহে সাত থেকে সাড়ে সাতমণ পটল তুলে স্থানীয় আড়তে বিক্রি করছেন ৷ পটল ফসলের আবাদ করে তিনি বেশ লাভবান বলে জানান ৷ উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন নিরাপদ সবজি ফসলের আবাদে তার বিভাগ থেকে পোকামাকড় দমনের জন্য কীটনাশক ঔষধ ব্যবহার না করা এবং জৈব সার ব্যবহারে পরামর্শ ও উৎসাহ দেওয়া হয় ৷ এছাড়া বিভিন্ন সবজি ফসলের বীজ বিনামূল্যে বিতরণ করা হয় ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments