জয়নাল আবেদীন: রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর উদ্যোগে মহিলা বাদী ও হাজিরা প্রার্থীদের সুবিধার্র্থে মাতৃদগ্ধ পান কেন্দ্রর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ রংপুরের কার্যালয়ে প্রথমবারের মতো অসহায় মামলার বাদি ও হাজিরাপ্রার্থীদের নিরাপদে সন্তানদের মাতৃদুগ্ধ পান কেন্দ্রের উদ্বোধন করা হয়।
যৌথভাবে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শহিদুল ইসলাম ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ( জেলা জজ) মো: মোস্তফা কামাল অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পিপি খন্দকার মো: রফিক হাসনাইন, এপিপি মো: হুমায়ন কবীর, এপিপি দিলশাদ ইসলাম, এপিপি আফরোজা শারমীন কনা, রংপুর রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, রংপুর গণপূর্ত বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আরিফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো: খসরু সরকার প্রমুখ।