মিজানুর রহমান বাদল: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ইট ভাঙ্গার গাড়ি উল্টে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে গাড়ীর আরো দুই শ্রমিক।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকার পশ্চিম পাশে। নিহতের নাম মাইদুল ইসলাম। তার বাড়ী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে। সে ওই গ্রামের শাহজাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ইট ভাঙ্গার গাড়িতে ৮-১০ জন শ্রমিক হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। সিংগাইর বাসস্ট্যান্ড পার হওয়ার পর হঠাৎ গাড়ির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। এতে নির্মান শ্রমিক মাইদুল ইসলাম (২৫) মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আরো ২ জন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনা নিশ্চিত করে বলেন-আইনগত বিষয় প্রক্রিয়াধীন।