শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ৮৫ ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের বসতঘর

উল্লাপাড়ায় ৮৫ ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের বসতঘর

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮৫ ভূমিহীন গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের বসতঘর পাচ্ছেন । আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বসতঘর হস্তান্তর করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে , ২০২১-২০২২ অর্থ বছরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্প অধীনে ভূমিহীন গৃহহীন পরিবারগুলো এ বসতঘর পাচ্ছেন। আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে পৌরসভা এলাকার এনায়েতপুরে করতোয়া নদীর পশ্চিম প্রান্তে প্রধানমন্ত্রীর উপহারের বসতঘরগুলো নির্মাণ কাজ চলছে।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন জানান , সেখানকার বসতঘরগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করে আনা হচ্ছে। উল্লাপাড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন গৃহহীন মোট ৮৫ পরিবার এ বসতঘর পাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা দেশ ব্যাপী ভূমিহীন গৃহহীন পরিবারগুলোর মাঝে বসতঘর বিতরণের আওতায় উল্লাপাড়ায় ৮৫ পরিবারের মাঝে জমির দলিলসহ এ বসতঘর হস্তান্তর করবেন। তিনি আরো জানান এরইমধ্যে উল্লাপাড়ায় যারা বসতঘরগুলো পাচ্ছেন তারে নামে প্রযোজনীয় কাগজপত্রাদি করা হয়েছে। এদের কোন পরিবার কোন বসতঘর পাচ্ছেন তা চিহ্নিত করণ করে দেওয়া হচ্ছে বলে জানানো হয় । নির্মাণ কাজ শেষ হলেই এরা বসতঘরে উঠবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments