মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাদেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রংপুর জেলা আ'লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রংপুর জেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়নাল আবেদীন: ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রংপুর জেলা আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।বুধবার সকালে জেলা ও মহানগর আওয়ামীলীগ বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে পৃথকভাবে বিক্ষোভ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.রেজাউল করিম রাজু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপদেষ্টা মফিজার রহমান রাজু।বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা এখনো ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই ছোবল মারবে, এজন্য আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সেই সাথে শোকের আগস্টে শোককে শক্তিতে পরিণত করে রাজাকার আল শামসদের দোষরদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বলে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। এদিকে বিএনপি জামাত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ।

দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজার বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে রংপুর মহানগর মহিলালীগ, মহিলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments