অতুল পাল: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, ভয়াবহ লোডশেডিংসহ সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় গুলি করে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বাউফল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে পাবলিক মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংশু সরকার কুট্টি, পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খোকন। উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের সঞ্চালণায় সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ সহযোগী সংগঠনের কয়েক শত নেতা-কর্মী অংশ গ্রহণ করেন। এদিকে সমাবেশে বক্তব্য রাখার সময় মঞ্চে অবস্থান নিয়ে নেতাকর্মীদের মধ্যে কিছুটা হট্টগোল হয়েছিল।

আরও পড়ুন  রাসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীকে জরিমানা
Previous articleচাঁপাইনবাবগঞ্জে বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
Next articleরাজশাহীতে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু বৃহস্পতিবার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।