বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে।
গতকাল সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সদর, সেনবাগ এবং চাটখিল উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ৬জন, সেনবাগ থানায় ১৪জন, এবং চাটখিল থানায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো.রাসেল (৩০), দাদপুরের ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.ফরহাদ হোসেন (৪৩), ওয়ার্ডের যুবদলের সভাপতি মো.ইউনুছ (৩০), নোয়াখালী পৌর বিএনপির সমর্থক আমিরুল ইসলাম মাসুদ (৪৫), মো. আহসান উল্যাহ হাসান (৪৫), শাহাদাত হোসেন রবিন (২৮), সেনবাগ পৌরছাত্র দলের সদস্য সচিব মিয়া মোঃ ওয়ালিদ বিন হায়দার (২৫), সেনবাগ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.মহিন উদ্দিন (৪২), বিএনপির সাবেক জেলা কমিটির সদস্য জাফর উল্যাহ খান(৬০), ছাত্রদল কর্মী মো.হাফিজুর রশিদ মানিক (২২), হুমায়ুন কবির (৩০), মো.হৃদয় (২২), মো. মুরাদ (২৫), ইমরান হোসেন (১৯), আকাশ (১৯), শহিদুল ইসলাম (১৯), বিএনপি কর্মী মো.ইমাম হোসেন (৪০), মো.আজিজুল হক (৫৪), মোহাম্মদ আলী (৫২), সেচ্ছাসেবক দল কর্মী ইশ্রাফিল (৩৮) এবং চাটখিলের পাঁচগাও ইউনিয়নের যুবদলের ক্রীড়া সম্পাদক মো.রুবেল হোসেন (৩৫)।
এসপি আরও জানায়, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।