ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সেলিমাবাদ এলাকায় মাদকসেবন করার দায়ে ৭ মাদকসেবীকে আটক করেছে র্যাব সদস্যরা।
সোমবার রাতে জিকির হাজির কলাবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দেওয়ান জাইগির গ্রামের মোঃ পলাশ (২৫), একই ইউনিয়নের মোঃ আলিম (২০), একই ইউনিয়নের মালোপাড়ার মোঃ ইমন (১৯), দৌলতপুর বাগানবাড়ীর মোঃ সুজন বাবু (২৭), তর্ত্তীপুর গুচ্ছগ্রামের মোঃ সাহেব (৪০), কালুপুর গ্রামের মোঃ মোবারক (৩২), একই গ্রামের মোঃ রিমন (১৯)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল সোমবার রাত ১১ টার দিকে শিবগঞ্জ পৌরসভার সেলিমাবাদ মহল্লার জনৈক জিকির হাজীর কলাবাগান এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ মাদকসেবীকে আটক করে।