গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী বাজারে অগ্নিকান্ডে দুইটি দোকান ভষ্মিভূত হয়েছে। দোকান দুইটির মধ্যে একটি কনফেকশনারী ও একটি টেইলারের দোকান ছিল। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে আগুনের খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, উপজেলার বারদী বাজারের বটতলা এলাকায় শরীফা কনফেকশনারী ও সালাউদ্দিন টেইলার্সে সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লাগে। আগুনে কনফেকশনারী দোকানের ফ্রিজ, টিভি সিসি ক্যামেরা, মনিটর, পন্য সামগ্রী ও টেইলার্সের দোকানের মেশিন, কাপড় পুড়ে যায়।

শরীফা কনফেকশনারীর মালিক আজিজুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোরে বাজার থেকে একাধিক মানুষ ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকানসহ দুই দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

Previous articleউলিপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
Next articleভিক্ষুক থেকে ঘুষ: মুচলেকা দিয়ে জামিন পেলেন মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।