স্বপন কুমার কুন্ডু: রাশিয়ান এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঈশ্বরদীতে সজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি (৩০) নামের এক যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস এ দন্ডাদেশ দেন।

আমবাগান পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল জানান, ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করতো সজিবুল ইসলাম রুবেল। বৃহস্পতিবার ৩টার দিকে শহরের কলেজ রোডে ভাড়া বাসা থেকে বিদেশী ওই নারী রূপপুর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত শুরু করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে রুবেলকে ৩ মাসের কারাদন্ড প্রদান করে।

ভ্রাম্যমান আদালতের বিচারক পিএম ইমরুল কায়েস জানান, রূপপুর প্রকল্পে কাজে যাওয়া-আসার পথে এ বিদেশী নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতো। অভিযুক্ত রুবেলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০৯ ধারায় তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন  পুলিশ কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
Previous articleকলাপাড়ায় নির্মান হবে আন্তজার্তিক মানের জাহাজ নির্মান কারখানা: সচিব জাকিয়া সুলতানা
Next articleপাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।