মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবা- সহ মোঃ মোস্তাফিজুর রহমান পিচ্চু (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার মাদক কারবারি মোঃ মোস্তাফিজুর রহমান পিচ্চু মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকার মৃত মোসাদ্দেক আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ইয়াবা বিক্রয়ের জন্য এক ব্যক্তি রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান পিচ্চুকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মোঃ আব্দুস ছালাম, এসআই মোঃ মাহাফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি আরএমপি সূত্রে জানা গেছে।

আরও পড়ুন  এনায়েতপুরে চাঞ্চল্যকর বিউটি হত্যার ৫ বছর পর রহস্য উদ্‌ঘাটন, পরকীয়া প্রেমিকসহ আটক ৩
Previous articleসমালোচকদের মুখেই এখন কৃষ্ণার প্রশংসা
Next articleরামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু, ভর্তি ২৫
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।