পাভেল মিয়া: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিয়েবাড়িতে গহনা নিয়ে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলেরহাট গ্রামের নূর জামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে আসার পর খাওয়া-দাওয়া শেষে কনে সাজাতে যায়। এ সময় বরপক্ষের দেওয়া গহনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কনেপক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১১ জনকে আটক করে থানায় নেয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ১১ জনকে আটকও করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Previous articleরাজশাহীর চরের মানুষের ভাগ্য ফেরাবে ‘ফেরি’
Next articleচুরির অপবাদে ১২ বছরের শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন, শিক্ষকসহ গ্রেফতার ৩
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।