বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীর সাাঁড়ায় পদ্মার চরাঞ্চলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ঈশ্বরদীর সাাঁড়ায় পদ্মার চরাঞ্চলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীর পদ্মার চরাঞ্চল সাঁড়া ইউনিয়নে ৬’শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করছে সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ৬’শ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

অসহায় মানুষদের মাঝে কম্বল তুলে দেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। সাঁড়া আওয়ামীলীগের সভাপতি, জমসেদ আলী সরকার, সহ-সভাপতি আখলাকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা,সাঁড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার, সাধারন সস্পাদক শরিফুল আলম তোতা, সাঁড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন-উর-রশীদ, রিক্সা ভ্যান শ্রমিকলীগ ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাঈমুল ইসলাম নাঈম সরদার এসময় উপস্থিত ছিলেন।

এরআগে বঙ্গবন্ধু কন্যা প্রানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে নেতা-কর্মী, শীতার্ত অসহায় মানুষেরা সকলে দোয়া মোনাজাত করেন। গরীর অসহায়দেরকে বর্তমান সরকার এভাবেই সহযোগিতা করতে পারে বলে প্রার্থনা করা হয়।

সত্তোরার্ধ বয়সী সকিনা বেগম জানান, সেই শীত পড়িছে বাবা! একখান খ্যাতা, লেপ নাই! গায়ের চাদরটা জড়িয়ে ঠান্ডায় থাকি। রাতে তাউ (তবু) কম্বলটা গায়ে দিলে শীত তো যাবিনি।

সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, সরকারী সহযোগীতা পেয়েছি মাত্রই ২০০ কম্বল। া আমার ইউনিয়নে অসহায় মানুষদের জন্য অনেক কম। পরে সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সহযোগী নেতা-কর্মীর সাথে আলাপ করে অসহায় শীতার্ত মানুষদের নামের তালিকা করে ৬শ কম্বল বিতরন করা হয়। আমার ইউনিয়নে একজন মানুষও শীতে কষ্ট পাবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments