আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহসান আজিজ সরদার মিন্টু, সৈয়দ মশিউর রব্বানী আপেল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার (উপজেলা পরিষদের চেয়ারম্যান), পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আশিকুজ্জামান তুহিন, উপজেলা সাধারণ সম্পাদক হোসনে আরা বিউটি, পৌর যুবলীগের সভাপতি মারুফ হোসেন বাদল প্রমূখ। এরআগে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সভায় বক্তারা ‘পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান।

আরও পড়ুন  মহেশখালীতে পিস্তলসহ ডাকাত নাছির গ্রেপ্তার
Previous articleগাজীপুরে খুন হওয়া ‘হিজড়া’ আসলে ২ সন্তানের জনক
Next articleবিতর্কিত ইশতিয়াক বিমানের শিডিউল অফিসার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।