জহিরুল ইসলাম: যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬ চোরাকারবারিকে গ্ৰেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আসামীরা হলো, কুদ্দুস মন্ডল (৩৩), পিতা-আজগর মন্ডল, মাতা-হালিমা বিবি, সাং-সাকদাহ জাদবপুর, থানা-স্বরুপ নগর, জেলা-উত্তর চব্বিশ পরগোনা, ভারত, মানিক মিয়া (৪৭), পিতা-মৃত আব্দুস সুবহান, সাং-রামনগর খাঁপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, আলী হোসেন (২৬), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-বড় আঁচড়া (গেটপাড়া), তরিকুল ইসলাম (২৯),পিতা-মৃত সালেক শেখ, সাং-ছোট আঁচড়া (পশ্চিমপাড়া), ইমরান হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুল আজিজ, সাং-গাতিপাড়া (মাঝপাড়া), তানভির হোসেন (২০), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং-সাদীপুর (বেলতলা), বেনাপোল পোর্ট থানা।

বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট আঁচড়া সাকিনস্থ বেনাপোল স্থলবন্দরের ২২নং শেডের সামনে পাঁকা রাস্তার উপর হতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬ চোরাকারবারিকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূৃঁইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।

Previous articleসাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ
Next articleগাজীপুর সদর উপজেলার তিন ইউপিতেই নৌকার বিজয়
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।