সুমন গাজী: গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সব কটিতেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনটি ইউনিয়নের বিজয়ী প্রার্থীরা হলেন- পিরুজালী ইউনিয়নে জালাল উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়নে সালাউদ্দিন সরকার, মির্জাপুর ইউনিয়নে মোশারফ হোসেন দুলাল।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ভোট গণনা শেষে রাত ১০টায় সদর উপজেলা নির্বাচন রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

পিরুজালী ইউনিয়নে জালাল উদ্দিন নৌকা প্রতিক নিয়ে ৭ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুল করিম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৬৭ ভোট।

ভাওয়ালগড় ইউনিয়নে সালাউদ্দিন সরকার নৌকা প্রতিক নিয়ে ১৯ হাজার১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুবক্কর সিদ্দিক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৯০৯ ভোট।

মির্জাপুর ইউনিয়নে মোশারফ হোসেন দুলাল নৌকা প্রতিক নিয়ে ৮ হাজার ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৫১ ভোট।

Previous articleবেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও শাড়ীসহ ৬ চোরাকারবারি আটক
Next articleওসির হস্তক্ষেপে গণশৌচাগার থেকে বৃদ্ধকে বাড়ি নিয়ে গেল ছেলেরা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।