বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাপদ্মা সেতু এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত ১৯

পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত ১৯

বাংলাদেশ প্রতিবেদক: মাদারীপুরের শিবপুর উপজেলায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটা বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইমাদ পরিবহনের বাসটি ভোর সাড়ে ৪টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এরপর পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারায় সেটি।

বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

পদ্মা সেতু চালু হবার পর এক্সপ্রেসওয়েতে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় মানুষেরা।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪ জন মারা যান। পরে হাসপাতালে নেয়া হলে আরো পাঁচজন মারা যান।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ সুপার আরো জানান, বাসে ৪৫ জনের মতো যাত্রী এবং ৩ জন স্টাফ ছিলেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

জানা যায়, সকাল ৮টার দিকে দুর্ঘটনার পরপরই শুরুতে স্থানীয় মানুষ এগিয়ে আসেন উদ্ধার কাজে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যোগ দিয়েছে।

ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই বাসটি দুর্ঘটনায় পড়ে। তবে পুলিশ সুপার বলেছেন, তদন্ত করে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments