বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায়,নির্যাতিত ও অসুস্থ দলীয় ১৫ নেতাকর্মিদের মাঝে ৭ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সমাপাদক আহসান হাবীব সমীর, সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা।
এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মিদের সুখে-দুখে সবসময় পাশে থাকে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী নির্যাতিত, অসুস্থ ও অসহায় দলীয় নেতা-কর্মীদের আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি, সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন, তিনি যেন আগামীতে আবার সরকার গঠন করে দেশের উন্নয়নে কাজ করতে পারেন।