মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় দু’কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত কবির হোসেন খান (৩৬) এর বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে এবং কালাম ফকির (৩০) এর বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদক মামলা হয়েছে, তাদেরকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।