মিজানুর রহমান বুলেট: কলাপাড়া উপজেলা রাখাইন যুব-ফোরামের আয়োজনে বুধবার বেলা দুপুরে বালিয়াতলী ইউনিয়নের তুলাতলিপাড়ায় বর্ষবরণ ও জলকেলি উৎসব অনুষ্ঠিত।
অনুষ্ঠানের সভাপতি মংচোথিন তালুকদার, সভাপতি বাংলাদেশ আদিবাসী ফোরাম,বরিশাল অঞ্চল, প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফ্রান্সিস বেপারী,আঞ্চলিক পরিচালক, কারিতাস বরিশাল অঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন, লিওনি শিখা শিকদার, মিঃ মন্নান বালা,সেক্রেটারী বরিশাল ডাইওসিস, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, মি: মংম্যা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কেন্দ্রীয় সদস্য।
অনুষ্ঠানে রাখাইন যুবক ও যুবতীদের জলকেলির মাধ্যমে নুতন বছরকে বরন করেন বালিয়াতলির তুলাতলি সহ উপকূলীয় এলাকার রাখাইন জনগোষ্ঠী। সঞ্চালনায়, ছিলন মি: বাবু চামমন।