বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নানা কর্মসূচীতে পালিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

রংপুরে নানা কর্মসূচীতে পালিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

জয়নাল আবেদীন:‘সুরক্ষিত শ্রবন, সুরক্ষিত জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় নগরী রংপুরে নানা কর্মসূচীতে পালিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস । রংপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল সাড়ে ৯টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্তওে বেলুন উড়িয়ে বর্নাঢ্য র‌্যালি বের হয় ।

র‌্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফজলুল কবির। সূচনা বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য দেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা । এছাড়াও বিশেষ অতিথি ছিলেন এডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর করিম,অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা: দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম,জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিনয় কুমার রায় । সভায় বক্তারা বলেন শব্দ দূষণ একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা । ক্রমাগত শব্দদূষণের ফলে কানের টিস্যুগুলো আস্তে আস্তে বিকল হয়ে যায়, ফলে একসময় মানুষ স্বাভাবিক শব্দ শুনতে পায়না ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বের ৩০টি কঠিন রোগের কারন সমুহের মধ্যে শব্দদূষণ অন্যতম । এছাড়াও শব্দ দূষণের কারণে শিশু,বৃদ্ধ ও গর্ভবতী নারীরা বেশি ঝুঁকির মধ্যে অবস্থান কওে । শিশুদের মেধার বিকাশ বিলম্বিত হয়, ঘুমে ব্যাঘাত ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় । পাশাপাশি দীর্ঘ সময় শব্দদূষণ পরিবেশে গর্ভবতী নারী অবস্থান করলে বধির শিশু জন্ম দেয়ার ঝুঁকি থাকে । অনুষ্ঠানে বিভিন্ন

সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তারা ছাড়াও আলোচনা সভায় শব্দ দূষণ রোধে অংশগ্রহণকারীরা নানা সুপারিশমালা তুলে ধরেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments