শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবজ্রপাতে ঈশ্বরদীতে ১৪টি গরুসহ যুবকের মৃত্যু

বজ্রপাতে ঈশ্বরদীতে ১৪টি গরুসহ যুবকের মৃত্যু

স্বপন কুমার কুন্ডু: বজ্রপাতে ঈশ্বরদীতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুরের পদ্মার চর এলাকায় ঘটনা ঘটে। সজিব কামালপুর গ্রামের আলহাজ্ব প্রমানিকের ছেলে। লক্ষীকুন্ডা ইউপি’র চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ নিশ্চিত করে জানান, খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

কামালপুর গ্রামের আমজাদ হোসেন জানান, মঙ্গলবার প্রতিদিনের মতো সকালের দিকে সজিব ৪১টি গরু নিয়ে কামালপুর পদ্মার চরে ঘাস খাওয়াতে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়িতে ফেরার পথে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ১৪টি গরুসহ ঘটনাস্থলেই সজিব মারা যান। স্থানীয়রা বৃষ্টি শেষে সজিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার দুুপুরে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব নিহত হয়েছে। পরিবারের লোকজনের কাছে সজিবের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments