জয়নাল আবেদীন: রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন সরকারি দফতর গুলোর সঠিক পৃষ্টপোষকতার মাধ্যমে বর্তমানে এ অঞ্চলের মানুষ বিদেশমুখি হচ্ছেন । এখন তাঁরা রেমিটেন্স যোদ্ধা । ২০০৪ সাল থেকে ২২সাল পর্যন্ত মিঠাপুকুরের সাড়ে ৫হাজার মানুষ কর্মসংস্থানে বিদেশে গেছেন ।এদের মধ্যে মধ্যপ্রাচ্যেই বেশি ।
বুধবার মিঠাপুকুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো: রকিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন । বিশেষ অতিথির বক্তব্য দেন ডিডি এলজি জিলুফা সুলতানা মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকার মিঠাপুকুর থানা অফিসার ইনচাজ মোঃ মোস্তাফিজার রহমান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন ।
বক্তারা আরো বলেন কেউ বিদেশ যেতে চাইলে দালাল চক্র এতো সক্রিয় হয়ে ওঠেন যে তারাই জমিজমা বিক্রির ব্যবস্থা করে দেন । এক পযার্য়ে দালাল চক্রের খপ্পরে পড়ে তারাই আবার সর্বশান্তÍ হয়ে যান ।
সেমিনারে মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়াম্যান ইউপি সচিব, উদ্যোক্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।