কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ১টি দেশীয় তৈরি কাটা রাইফেল ও ৩ রাউন্ড গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার রাতে ক্যাম্প—২/ওয়েস্ট, ব্লক—ডি ও —ই/৯ এলাকা থেকে অস্ত্র গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,ক্যাম্প-২/ওয়েস্ট,১/ডি- ব্লকের বশির আহমদ এর ছেলে মৌলভী আমির হোসেন (৪৩)৯/ই-ব্লকের মৃত জলিল বসুর ছেলে মাহমুদুল হাসান (৩১)।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিঃ ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বুধবার বিকালে স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,গোপন সংবাদের ভিক্তিতে ক্যাম্প-২/ওয়েস্টে পৃথক অভিযানে ১টি ওয়ান শুটারগান ১টি দেশীয় তৈরি কাটা রাইফেল ও ৩ রাউন্ড গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।