স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে সড়কে ভটভটি উল্টে স্কুল ছাত্র আবির (১৫) নিহত হয়েছে। সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আব্দুল মজিদ হাজির ছেলে। নিহত শিক্ষার্থী বক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, শুক্রবার (২৫শে আগস্ট) সকাল ৮টার দিকে ঈশ্বরদীর সাহাপুর (মহেদেবপুর) দরগাপাড়ায় ভুটভুটি উল্টে ১৪ জন পিয়ারা বাগানের শ্রমিক গুরুতর আহত হন। স্কুল শিক্ষার্থী আবির ঘটনাস্থলে নিহত হয়।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাসান বসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ না থাকায় নিহত স্কুল ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।