ফজলুর রহমান ঃ রংপুরের পীরগাছার উপর দিয়ে বহমান ঘাঘট নদী। মাত্র ২শ মিটার নদী লুপ কাটিং এর অভাবে প্রায় ১.৫কি.মি. ঘুরে-ফিরে ঘাঘটের কড়ালগ্রাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ী, ত্রি-ফসলি কৃষি জমি, পাকা রাস্তা, অর্থকরি ফসল সুপারির বাগান। চরম হুমকিতে আছে পীরগাছার দ্বীপখ্যাত পশ্চিম তালুক ইশাদ (খামার) গ্রামসহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনিশ্চয়তায় পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘাঘট নদীর উপর দিয়ে পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার সেতুবন্ধনকারি কালুরঘাট ব্রিজের পূর্ব-দক্ষিন পার্শ্বে ২/৪ জন অসাধু বালু ব্যবসায়ী দীঘদিন হতে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। বিভিন্ন সময় একাধিক দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ করেও অজ্ঞাত কারণে বালু উত্তোলন বন্ধ হয়নি। স্থানীয়দের দাবী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করায় পাগলা ঘোড়ার দৌড়ের মত করে ঘাঘট নদী বর্তমানে ভাঙ্গছে। স্থানীয় আব্দুল জলিল বলেন, নদীর গতি-বিধি অনুযায়ী কালুর ঘাট ব্রিজের ৩ মিটার পূর্ব পার্শ্বে ২শ মিটার নদী লুপ কাটিং করার কথা থাকলেও অজ্ঞাত কারণে থমকে আছে কাটিং এর কাজ। এই জন্য নদী একে-বেঁকে প্রায় ১.৫কি.মি. ভাঙ্গনের মধ্য দিয়ে কয়েক হাজার একর ত্রি-ফসলী কৃষি জমি, প্রায় ২শ বসতবাড়ী, পাকা রাস্তা ও পশ্চিম তালুক ইশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট ভবন, মসজিদ চরম হুমকিতে আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হুমকিতে থাকায় অনিশ্চয়তায় পরেছে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত।
কালুর ঘাট ব্রিজের পূর্ব পার্শ্বে মাত্র ২শ মিটার চর লুপ কাটিং করলে পশ্চিম তালুক ইশাদ গ্রাম রক্ষা করা সম্ভব। স্থানীয়দের মাধ্যমে আরো নিশ্চিত হওয়া যায়, ঘাঘট নদী লুপ কাটিং এর জন্য জমি অধিগ্রহনের প্রয়োজন ও হবে না, কারণ সি.এস ও এস.এ খতিয়ান অনুযায়ী মাত্র ২শ মিটার খনন করলেই কয়েক হাজার কোটি টাকার স্থাবর সম্পদ ও স্থায়ী অবকাঠামো রক্ষা হবে ঘাঘট নদীর কবল থেকে। স্থানীয়দের দাবী কাল বিলম্ব না করে মাত্র ২শ মিটার চর লুপ কাটিং করে পশ্চিম তালুক ইশাদ (খামার) গ্রামসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষা করা হউক।
পীরগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বলেন, ভূক্তভোগীরা কেউ আমার কাছে আসেন নাই, তাই আমি জানি না, আর না দেখে মন্তব্য করা যাবে না।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের রংপুর অ লের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আমি গত শনিবার সরেজমিন পরিদর্শন করেছি, বর্ষা মৌসুমে ভাঙন ঠেকানোর পরিকল্পনা আছে। তিনি আরো বলেন, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শুকনা মৌসুমে লুপ কাটিং করা হবে।
পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ্ মো: মাহবুবার রহমান বলেন, প্রয়োজনের তাগিদে আমরা বারবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি, তারা শুধু সরেজমিন পরিদর্শন করেন, আর কিছুই করেন না। লুপ কাটিং জরুরী প্রয়োজন হলেও তারা অজ্ঞাত কারণে করছেন না।