শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeসারাবাংলাপাঁচবিবিতে কর্তৃপক্ষের অসচেতনতায় পথচারীর মৃত্যু

পাঁচবিবিতে কর্তৃপক্ষের অসচেতনতায় পথচারীর মৃত্যু

প্রদীপ অধিকারীঃ জয়পুরহাটের পাঁচবিবির আওলাই ইউনিয়নের দরগাবাজার এলাকায় ব্রীজ নির্মাণের জন্য রাস্তা খনন করে ঠিকাদার। উক্ত গর্তের খাদে পড়ে এমদাদুল হক (৪৮) এক মোটরসাইকেল চালক নিহত হয়।

এঘটনায় মোটরসাইকেলের পেছনের আসনে বসা অপর ব্যক্তি শফির উদ্দীন আকন্দ আহত হয়। বৃহস্পতিবার সকালে দূর্ঘটনায় নিহত এমদাদুল উপজেলার উচাই গ্রামের মৃত জাহের আলীর ছেলে। সরেজমিনে গিয়ে জানাযায়, কয়েকদিন আগে দরগাবাজার-কামদিয়া সড়কে ব্রীজ নির্মাণে সড়ক খুড়ে রাখলেও পথচারীদের জন্য সর্তকসাইন বোর্ড ছিলনা। রাস্তার মাঝে গর্ত করে রাখায় দূর্ঘটনা ঘটতে পারে এজন্য এলাকাবাসী স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কয়েকবার অবহিত করেছে। কর্তৃপক্ষর অসচেতনতা ও উদাসীনতায় দূর্ঘটানায় এমদাদুল মারা গেল- অভিযোগ এলাকাবাসীর। জাফর নামের একব্যাক্তি বলেন, ভোরে বাড়ীর পাশে রাস্তার গর্ত থেকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ ২’জন পরে আছে। অন্যদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় অপর ব্যাক্তিকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। নওগাঁর এসডি ইন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করছেন। উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করে নাই।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments