ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশ উপজেলার মিরপুর উইনিয়নের গড়গড়িকান্দি নামক এলাকায় গরুচোরের আস্তানায় এক বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৯ টি গরুসহ আন্ত.জেলা চোর চক্রের এক সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
৯(ফেব্রুয়ারি)শুক্রবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলার মারফতে জানাযায়, ৩(ফেব্রুয়ারি)শনিবার উপজেলার মীরপুর ইউনিয়নের হাছান ফাতেমাপুর গ্রামের তছর আলীর পু্ত্র নুর মিয়ার গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়।এ-ঘটনায় নুর মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরি-প্রেক্ষিতে ৮(ফেব্রুয়ারি) বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টোর জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ দল উপজেলার গড়গড়িকান্দি গ্রামের আতিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চোরাইকৃত গরু রাখার গোপন আস্তানা তার গোয়ালঘর থেকে নুর মিয়ার চোরাইকৃত গরুসহ অন্যান্য মানুষের চুরি যাওয়া ৯টি গরু উদ্ধার ও একই এলাকার হাজী আবদুস সাত্তারের পু্ত্র আন্ত.জেলা চোর চক্রের সদস্য ইরন মিয়া(৪৫)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা-পুলিশ।
এ-দিকে জগন্নাথপুর উপজেলার সর্বত্র দিন-দিন গরুচোরের উপদ্রব ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলছে।প্রায় প্রতিরাতেই একটা না একটা ঘরে গরু চুরির ঘটনা ঘটিয়ে আসছে সংঘবদ্ধ আন্তঃজেলা একটি গরুচোর চক্র।ফলে রাতের ঘুম হারাম হয়ে গেছে উপজেলার গরুরর মালিকদের।
এ-দিকে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথপুর পুলিশ প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালিয়ে চোরাইকৃত গরু উদ্ধার ও এর সাথে সম্পৃক্ত সদস্যকে গ্রেফতার করলেও চোরের সরদার রয়েযায় ধরা-ছোঁয়ার বাইরে।
আন্তঃজেলা গরুচোর চক্রের হাত থেকে রেহাই ও জান-মালের নিরাপত্তা রক্ষার্তে আইন প্রয়োগকারী সংস্থা আরও কঠোর ভূমিকা পালন করাটা অতিব জরুরি বলে অভিজ্ঞ মহল মনে করছেন।