বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeশিক্ষাজাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ভূঞাপুরের ড. মো: দিলওয়ার মাসউদ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ভূঞাপুরের ড. মো: দিলওয়ার মাসউদ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর ফাজিল মাদ্ধসঢ়;রাসার সহকারি অধ্যাপক ড. মো: দিলওয়ার মাসউদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত বুধবার (২৬ জুন) ঢাকা সেগুন বাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ এক অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পুরস্কার তুলে দেন শিক্ষক দিলওয়ার মাসউদের হাতে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. সোহরাব হোসাইন। জানা যায়, গত এপ্রিল থেকে শুরু হয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন। এতে শিক্ষক দিলাওয়ার মাসউদ প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এরপর গত ২০ জুন বিভাগীয় ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে এ গৌরব অর্জন করেন তিনি। ড. দিলওয়ার মাসউদ ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু করেন। শিক্ষা বিষয়ে তিনি ২০১২ সালে পিএইচডি ডিগ্রি লাভ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন এবং ইংরেজী বিষয়েও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments