শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeশিক্ষাসাঁথিয়া সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ে অর্ধ বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র না থাকায় ফিরে গেল...

সাঁথিয়া সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ে অর্ধ বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র না থাকায় ফিরে গেল পরীক্ষার্থীরা

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা চলছে। প্রশ্নপত্র না থাকায় পরীক্ষা না দিয়েই পরীক্ষার্থীদের ফিরে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,রোববার সকালে বিদ্যালয়ের ১০ম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থীদের পৌরনীতি বিষয়ের পরীক্ষা ছিল। শিক্ষার্থীরা যথারীতি পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে। পরীক্ষার্থীদের হাতে প্রশ্নের উত্তরপত্র দেয়া হলেও প্রশ্নপত্র সরবরাহ করা হয়নি। ফলে পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় দেবনাথ জানান, ২/৩দিন পর পৌরনীতি বিষয়ের পরীক্ষা নেয়া হবে। জানা গেছে, একই দিন বিকেলে অনুষ্ঠিত ৯বম শ্রেণির পৌরনীতি বিষয়ের প্রশ্ন ছিল ভুলে ভরা। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এটা পধান শিক্ষকের ব্যর্থতা বলে দাবী করেন। এ ব্যপারে জানতে চাইলে সাঁথিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন বিষয়ে তিনি কিছুই অবগত নন।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments