শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাপ্রথম দিনে বিভিন্ন শ্রেণির ২৪ জনকে দেওয়া হবে টিকা

প্রথম দিনে বিভিন্ন শ্রেণির ২৪ জনকে দেওয়া হবে টিকা

বাংলাদেশ প্রতিবেদক: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন, সোমবার অ্যাপ হস্তান্তর করবে আইসিটি মন্ত্রণালয়ে। প্রথম দিনে ২৪ জন বিভিন্ন শ্রেণির আর পরের দিন ৪০০-৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। আর সেই তালিকা অধিদফতরে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ঢাকার হাসপাতালগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা এটা স্থানীয়ভাবে করবে। আর আমরা যদি আগামীকাল (সোমবার) দিনে অ্যাপসটা পেয়ে যাই, তাহলে তাদের নামগুলো যুক্ত করে দেব। আর কোনো কারণে যদি ওইটি পেতে দেরি হয় তাহলে আমরা এটা আপাতত ম্যানুয়ালি শুরুটা করব। আশা করছি, কালকে (সোমবার) অ্যাপসটা পেয়ে যাব। এই লিস্টটা আমরা সংযুক্ত করে অ্যাপসের মাধ্যমে করতে পারব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments