শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকনিউজিল্যান্ডে নিহতদের স্মরণসভায় জনতার ঢল

নিউজিল্যান্ডে নিহতদের স্মরণসভায় জনতার ঢল

কাগজ ডেস্ক: ক্রাইস্টচার্চ শহরে জুমার নামাজের আগে আয়োজিত মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণসভায় জনতার ঢল নেমেছে। হাজার হাজার মানুষ হামলার শিকার আল-নূর মসজিদের বিপরীত দিকের হ্যাগলে পার্কের এই অনুষ্ঠানে অংশ নেয়। এতে অনেক নারী মাথায় স্কার্ফ পড়ে অংশ নেন।
জুমার নামাজ শুরুর আগে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। স্থানীয় সময় দুপুর ১টা ৩২ মিনিটে এই নীরবতা পালন করা হয়।
এরপর জুমার খুৎবা শুরুর আগে জনসাধারণের উদ্দেশে ভাষণ দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
এ সময় তিনি বলেন, ‘নিউজিল্যান্ডবাসী আজ মুসলিমদের সঙ্গে শোক পালন করছে। আমরা একটি জাতি।’
কালো স্কার্ফ পরিহিত এই নেতা মুসলিমদের উদ্দেশে নবী মোহাম্মদ (সা.) এর একটি হাদিস উল্লেখ করে বলেন, ‘আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোনও অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যাথা অনুভূত হয়।’
শুক্রবার হ্যাগলে পার্ক, আল-নূর মসজিদ ও এর আশেপাশের এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। মানুষের ভিড়ের মাঝে ব্যাপক উপস্থিতি ছিল সশস্ত্র বাহিনীর সদস্যদের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments