শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতে স্বাধীনতা দিবসে বিজেপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ভারতে স্বাধীনতা দিবসে বিজেপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বাংলাদেশ ডেস্ক: ভারতে স্বাধীনতা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে এক বিজেপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম সুদর্শন পরামাণিক (৩৮)। হত্যাকাণ্ডে তৃণমূলকে দায়ী করা হলেও তারা অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভি জানায়, শনিবার সকালে হুগলির খানাকুলের সাজুরঘাটে জাতীয় পতাকা তোলার কর্মসূচি ছিল বিজেপি ও তৃণমূলের।

সকাল সাড়ে ৮টা থেকে তৃণমূলের পক্ষ থেকে সড়কের এক দিকে কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টার দিকে বিজেপি রাস্তার উল্টো দিকে পতাকা তুলতে গেলে সংঘর্ষ বাধে।

একপর্যায়ে বিজেপি নেতা সুদর্শনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর পুরো এলাকা রণক্ষেত্র হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি মরদেহ নিয়ে বিক্ষোভ করে। প্রায় ২ ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন।

এদিকে হত্যাকাণ্ডে তৃণমূল নেতাকর্মীদের দায়ী করেছে বিজেপি। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা খানাকুল বিধানসভা এলাকায় বন্ধের ডাক দিয়েছে বিজেপি।

বিজেপির আরামবাগের সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের অভিযোগ, রাজ্যে এমনই সরকার চলছে যে, স্বাধীনতা দিবসে পতাকা তুলতে গিয়ে বিরোধী দলের নেতাকে খুন হতে হচ্ছে়।

তবে খুনের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, বিজেপি নিজেদের মধ্যে খুনোখুনি করে তৃণমূলের ঘাড়ে দায় চাপাচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments