মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeআন্তর্জাতিকগেল মাসে ৪১৩ ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল

গেল মাসে ৪১৩ ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল

বাংলাদেশ ডেস্ক: গেল মাসে অবরুদ্ধ পশ্চিমতীরে জোরপূর্বক প্রবেশ করে ৪১৩ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। শনিবার (১২ ডিসেম্বর) ফিলিস্তিনের বেসরকারি সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে।

জেরুজালেম থেকে আটক করা হয়েছে সবচেয়ে বেশি ১৫৭ ফিলিস্তিনিকে। আটকৃতদের মধ্যে ৪৯ শিশু এবং ৭ জন নারী রয়েছে।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ডিটেইনিস এবং এক্স ডিটেইনিস কমিশন, প্যালেস্টানিয়ান প্রিজনার সোসাইটি, আদামির প্রিজনার্স সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং ওদি হিলওয়ে ইনফরমেশন সেন্টার যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের বন্দিশালায় ৪ হাজার ৪০০ ফিলিস্তিনি বন্দি আছে। তাদের মধ্যে ৪১ জন নারী, ১৭০ জন শিশু রয়েছে। ৩৮০ জনকে কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments