শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনা সংক্রমণের ভয়াবহতার মাত্রা ছাড়িয়েছে ভারতে

করোনা সংক্রমণের ভয়াবহতার মাত্রা ছাড়িয়েছে ভারতে

বাংলাদেশ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণের একের পর এক রেকর্ড হচ্ছে ভারতে। টানা কয়েক দিন ধরেই করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে দেখা গেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ হাজার ৮৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্তত চার মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু প্রদেশে পুনরায় স্কুল বন্ধ রাখার বিষয়টি ভাবা হচ্ছে। এ ছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে লকডাউন জারি হতে পারে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

১১২ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক এবং গুজরাটে গত কয়েক দিন ধরেই সংক্রমণের রেকর্ড হচ্ছে। মোট সংক্রমণের বেশির ভাগই ওই পাঁচ রাজ্যে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। সরকারি হিসাব অনুযায়ী, গত তিন দিনেই দেশটিতে প্রায় এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৯৫৩ এবং শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৬ জন। এর আগের দিন আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৮৭১ জন।

ভারতের এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাভ ৯৯ হাজার ১৩০। বেশ কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি বেশ আশঙ্কাজনক। এসব রাজ্যে সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এরই মধ্যে মধ্যপ্রদেশের রাজ্য সরকার রাজধানী ভুপাল, ইন্দোর এবং জয়পুরে লকডাউন ঘোষণা করেছে।

সূত্র: এনডিটিভি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments