মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রিপাবলিকানদের জয়, বিপদে বাইডেন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রিপাবলিকানদের জয়, বিপদে বাইডেন

বাংলাদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয়ে বিপদে পড়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন টিভি চ্যানেলগুলো জানিয়েছে, রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়ংকিন ভার্জিনিয়া রাজ্যের গভর্নর পদের নির্বাচনে জয় পেয়েছেন। রিপাবলিকানদের এমন জয়ে বিপদে পড়েছে জো বাইডেন সরকার। কারণ, আগামী বছর যুক্তরাষ্ট্রজুড়ে যে কংগ্রেস নির্বাচন আছে তাতে কৌশলগতভাবে পিছিয়ে পড়েছে জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন ও এনবিসি বুধবার ভোরে জানিয়েছে যে রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়ংকিন ভার্জিনিয়া রাজ্যের গভর্নর পদে জয়ী হতে যাচ্ছেন।

ভার্জিনিয়া রাজ্যের গভর্নর পদে জয়ী রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়ংকিনের সাবেক পেশা হলো ‘প্রাইভেট ইক্যুইটি এক্সিকিউটিভ’ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার জরিপ পরিচালনা করা। এর আগে তিনি কখনো কোনো নির্বাচনে জিতেননি। বিভিন্ন শহরতলি অঞ্চলে ভোট চাওয়ার সময় নিজেকে রাজনীতির বাইরের একজন সাধারণ মানুষ হিসেবে উপস্থাপন করেন গ্লেন ইয়ংকিন। বিভিন্ন স্কুলের ক্লাসরুমে কিভাবে বর্ণবাদী আলোচনা নিয়ন্ত্রণ করতে হবে এবং ক্লাসরুমে মাস্ক ব্যবহার ইস্যুসহ বিভিন্ন জনসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে তিনি জনপ্রিয়তা পান। নারী ও সাধারণ মানষের ব্যাপক সমর্থন পেয়ে তিনি ভার্জিনিয়া রাজ্যের গভর্নর পদে জয়ী হয়েছেন।

এদিকে রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়ংকিন জয়ী হওয়ার কারণে বিপদে পড়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ, ২০২২ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভার্জিনিয়া রাজ্যের গভর্নর নির্বাচনের ফল গভীর প্রভাব ফেলবে। কোন দল মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ করবে বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হবে তাও নির্ভর করছে ওই মধ্যবর্তী নির্বাচনের ওপর।

সূত্র : আল-জাজিরা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments