বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিকযে কবরস্তানে শুয়ে আছেন রাসূলের স্বজনেরা

যে কবরস্তানে শুয়ে আছেন রাসূলের স্বজনেরা

বাংলাদেশ ডেস্ক: পবিত্র মক্কা মুকাররমার জান্নাতুল মুয়াল্লা কবরস্তান সৌদি আরবের প্রাচীনতম এবং সর্ববৃহৎ কবরস্তান।

মসজিদুল হারাম থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এর অব্স্থান। এটিকে ম্ক্কাবাসীর কবরস্তানও বলা হয়। মক্কাবাসীরা নিজেদের স্বজনদের দাফনে এই কবরস্তানকে অগ্রাধিকার দেন। একইসাথে হজ ও ওমরাহ করতে আসা বিদেশী অতিথিরা ইন্তেকাল করলেও তাদের এখানে সমাহিত করা হয়।

জান্নাতুল মুয়াল্লা কবরস্তান খেলাফতে উমাইয়ার আগ পর্যন্ত মক্কা নগরীর সীমানার বাইরে ছিল। এই কবরস্তান সম্পর্কে আল্লাহর রাসূল সা: বলেন, ‘এটি ভালো জায়গা’।

এখানে উম্মুল মুমিনীন হজরত আয়েশা রা. ও রাসূল সা:-এর ছেলে কাসিমকে দাফন করা হয়েছে। একইসাথে হুজুর সা:-এর দাদা, চাচা ও বংশীয় স্বজনেরা এখানে সমাহিত। আসমা বিনতে আবু বকর, তার ভাই আব্দুর রহমান বিন আবু বকর, আসমা রা.-এর ছেলে আব্দুল্লাহ বিন জুবায়েরসহ রাসূলের অসংখ্য সাহাবি এখানে শুয়ে আছেন।

সূত্র : আলআরাবিয়া

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments