বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআইন-আদালতমৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

বাংলাদেশ প্রতিবেদক: বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। একই দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামির মধ্যে তিনজনকে নেয়া হয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কড়া নিরাপত্তায় বরগুনা থেকে কাশিমপুর মহিলা কারাগারে নেয়া হয় মিন্নিকে।

কারারক্ষী হাসান জাহান বীথি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মিন্নির কারা বদল হয়।

এদিকে, আজ দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫ প্রাপ্তবয়স্ক ছেলে আসামির মধ্যে রাব্বী আকন, টিকটক হৃদয় ও মোহাম্মদ হাসানকে বরিশাল কেন্দ্রেীয় কারাগারে স্থানান্তর করা হয়। একই দণ্ডপ্রাপ্ত রিফাত ফরাজী ও মোহাইমিনুল ইসলাম সিফাতের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাদের আদালতে হাজিরের প্রয়োজনে বরগুনাতেই রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এ হত্যা মামলায় গত ৩০ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments