মহাসাগরের অনুসন্ধান
মহুয়া বাবর

তোমাকে জানতে চাওয়া মানে অসীম সাগরে ডুব দেওয়া
এ যেন আমার একলা মনের সঙ্গীকে খুঁজে পাওয়া

তাইতো যখন যেখানেই যাই হাত দুটো বাড়াই
আর তোমার নেশাতেই আনমনে বুঁদ হয়ে যাই

মানুষের জীবনটা নাকি নদীর মতোই বহমান
নদীতীরে ফোটে কাশফুল মাঝি গায় বিচ্ছেদী গান

স্রোতস্বিনী নদী একদিন মিশে যায় মোহনায়
মানুষের জীবনও হয়তো তেমনি বয়ে যায়

এই বয়ে যাওয়ায় মন কি সব সময় আনন্দিত
সব পাওয়াটা কি মানুষের কাছে খুব পরিকল্পিত

আবার কিছু চাওয়া পেয়ে গেলে নাকি মাটি হয়ে যায়
জানি কিছু প্রশ্নের উত্তর থাকে দীর্ঘশ্বাসের বেদনায়।

হয়তো পাওয়াতে নয়, শুধু ভালোবাসাতেই যতো আনন্দ
ক্ষতি নেই তাতে, কারো ভাবনার কাছে হলাম আমি মন্দ

জীবনটা হতো যদি কোনো শব্দ বোনার কারিগর
অভিধান খুলেই পেয়ে যেতাম সমাধানের মহাসাগর

আলোর আশায় তোমার কাছে তাইতো ছুটে আসি
অপার্থিব আনন্দ খুঁজে পাই বলে তোমায় ভালবাসি

তোমার প্রবাহে জীবনের মানে খুঁজে পেতে চাই
তোমার জ্ঞানের বাতিঘরে আমায় দেবে কি ঠাঁই!

Previous articleভূঞাপুরে ভুয়া ডিবি পুলিশ আটক
Next articleরংপুর সিটি নির্বাচনে সম্পদের ফিরিস্তি, মোস্তফার চেয়ে ডালিয়া কিছুটা এগিয়ে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।