শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়ক্ষমতার স্বাদ পেতে অনেক বামপন্থী অবস্থান বদলেছেন: ফরাসউদ্দিন

ক্ষমতার স্বাদ পেতে অনেক বামপন্থী অবস্থান বদলেছেন: ফরাসউদ্দিন

কাগজ প্রতিবেদক: ‘ক্ষমতার স্বাদ পেতে’ অনেক বামপন্থী অবস্থান বদলেছেন; যদিও মুক্তিযুদ্ধকালে নানা প্রসঙ্গে বিরুদ্ধ অবস্থান নিয়েছিলেন তারা। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের ওপর একক বক্তৃতায় এই মন্তব্য করেন অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন।
তিনি বলেন, ‘কিছু ভাষ্যকারও সব বিষয়ে মুজিববিরোধী দোষারোপ করেন যে, ৭ মার্চের ভাষণে প্রকারান্তরে না করে প্রত্যক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া উচিত ছিল।’
‘আমার বামপন্থী বন্ধুদের বেশিরভাগই কিন্তু প্রত্যক্ষভাবে বলেছেন। আজকে অবশ্য তারা বোল পাল্টিয়েছেন ক্ষমতার একটু স্বাদ পাওয়ার জন্য। তাদের আর নাম না বললাম।’
বাংলা একাডেমির আয়োজনে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: ইতিহাস কথা কয়’ শীর্ষক একক বক্তৃতা দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন।

বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করা এই অর্থনীতিবিদ বলেন, ‘বঙ্গবন্ধু অত্যন্ত ঠাণ্ডা মাথায় হিসাব নিকাশ করেই প্রত্যক্ষ ঘোষণাটি দেন নাই। কারণ শতকরা ৫৬ ভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। সর্বোপরি সারা পৃথিবীতে বিচ্ছিন্নতাবাদীকে কেউ আমল দেয় না। সে অপবাদ বঙ্গবন্ধু নিতে চান নাই। নিতে হয়ও নাই।’
‘পাকিস্তান ভাঙার দায় পশ্চিম পাকিস্তান তথা সেনা শাসককূলের উপরই পড়েছিল। সারা দুনিয়াতে বাঙালির ন্যায়ানুগ দাবির প্রতি সমর্থন ও সহানুভূতি জেগে ওঠে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments