বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়রংপুর-৩ আসনের উপনির্বাচনে এরশাদের ছেলে-ভাতিজাসহ ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

রংপুর-৩ আসনের উপনির্বাচনে এরশাদের ছেলে-ভাতিজাসহ ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

জয়নাল আবেদীন: রংপুর সদর ৩ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও বিএনপি থেকে মনোনীত প্রার্থীরা এছাড়াও স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে মোট ৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জাতীয়পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান,জাতীয় পার্টির সকলেই সাদের সাথে কাজ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন এই সরকারের ও নির্বাচনের কমিশনের অধিনে কোন নির্বাচনই সুষ্টু ও নিরপেক্ষ হবেনা বলে আমরা মনে করি । আর আওয়ামীলীগ প্রার্থী রেজাউল করিম রাজু বলেন গুজব ছড়িয়ে জিততে চায় জাতীয় পার্টি। আর সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শংকা জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। এই নিয়ে সোমবারের রংপুর সদর উপ-নির্বাচনী চিত্র তুলে ধরেছেন জয়নাল আবেদীন । সাদ এরশাদের বাইরে জাতীয় পার্টির আর কেউ মনোনয়ন জমা দিবে না: মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা মনোনয়নের জন্য ৫ সদস্যের একটি কমিটি করেছিলাম। পরবর্তীতে আমাদের মাঝে চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমি উদ্যোগ নিয়ে দুইপক্ষের ৫ জন করে প্রতিনিধি নিয়ে বিষয়টি মিমাংসার জন্য বসি। সেখানে বিষয়টি সমঝোতা হয়। সেখানেই আমাকে ও পার্টির চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয় রংপুর-৩ আসনের উপ নির্বাচনে প্রার্থী সিলেক্ট করার জন্য। সেখানেই আমি বিষয়টি চেয়ারম্যানের ওপর এককভাবে দায়িত্ব দেই। তিনি সেখানেই এরশাদ পুত্র রাহগীর আল মাহী সাদকে চুড়ান্ত মনোনয়ন দেন। এই আসনে যারা জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা সবাই আমার সাথে ফোনে কথা বলেছেন এবং সাদকে সমর্থন দিয়েছেন। আমাদের মধ্যে কোন বিরোধ নেই। সোমবার বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে সাদ এরশাদের মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।রাঙ্গা বলেন, সংসদে মরহুর এরশাদ স্যারের জন্য শোক প্রস্তাব নেয়া হয়েছে। সেখান বলা হয়েছে তিনি ভালো মানুষ ছিলেন। এই আসনের বর্তমান প্রার্থী সাদ নির্বাচিত হয়ে তার বাবার অসমাপ্ত কাজ করবে। আমরা মনে করি রংপুরের উন্নয়নের জন্য রংপুরের মানুষ সিদ্ধান্ত নিবে। এরশাদকে যেভাবে রংপুরের মানুষ বিজয়ী করেছেন সেভাবেই সাদকেও বিজয়ী করবেন। মরহুম এরশাদ স্যার পার্টির চেয়ারম্যান থাকার কারনে সময় কম পেয়েছেন। সেদিক বিবেচনা করলে সাদ অনেক বেশী দিতে পারবেন। আশাকরি তার মাধ্যমে রংপুরের রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে আরও ব্যপক উন্নয়ন হবে। এখানে আমরা সরকার এবং বিরোধী দল একত্রে মিলে উন্নয়ন করবো।আচরণবিধি লঙ্ঘনের ব্যপারে রাঙ্গা বলেন. আমি সাদ এরশাদের সাথে আসলেও আমি রিটার্নিং কর্মকর্তার কাছে য্ইা নি। এখানে আমি মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব পালন করতে এসেছি। এরশাদ বেঁচে থাকাকালীন সময়েও আমি এভাবেই আপনাদের কাছে এসেছিলাম। এরশাদের ভাতিজা আসিফ প্রসঙ্গে রাঙ্গা বলেন, এরশাদ স্যার তাকে বহিস্কার করে গেছেন। এখন তার চাচা চেয়ারম্যান আছেন। তার বিষয়টি তিনি বিবেচনা করবেন। এখানে আমার কোন হাত নেই।সাদ মহাজোটের প্রার্থী প্রসঙ্গে রাঙ্গা বলেন, আমরা সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছি এই আসনটি ভিভিআইপি আসন। এরশাদের

আসন। আমরা একসাথে গত নির্বাচনেও মহাজোটবদ্ধ নির্বাচন করেছি। এবারও তাই হবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী মহাজোটবদ্ধভাবে এখানে নির্বাচন করার ব্যবস্থা করবেন। এই সরকার ও নির্বাচনের কমিশনের অধিনে কোন নির্বাচনই সুষ্টু ও নিরপেক্ষ হবেনা-টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসানন মাহমুদ টুকু বলেছেন, এই সরকারের ও নির্বাচনের কমিশনের অধিনে কোন নির্বাচনই সুষ্টু ও নিরপেক্ষ হবে বলে আমরা মনে করিনা। তার উপর আবার ইভিএম এর মাধ্যমে নির্বাচন ফলে ঘাপলা করার যথেষ্ঠ সুযোগ তারা তৈরী করে রেখেছে। তিনি সোমবার দুপুরে রংপুর নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপ কালে একথা বলেন। টুকুৃ বলেন, এত কিছু জানার পরেও আমরা রংপুর সদর ৩ আসনের উপ নির্বাচনে অংশ নিচ্ছি। তার পরেও আমরা নির্বাচন করছি এ জন্য যে দেশের মানুষকে আমরা দেখাতে চাই এ সরকারের অধিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচন কতটা খারাপ তা দেখানোর জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান শামু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে তিনি স্থানীয় হোটেলে রংপুর সদর ৩ আসনের বিএনপি প্রার্থী রিটা রহমান সহ জেলা ও মহানগর বিএনপির নেতাদের সাথে মতবিনিময় করেন।

শোডাউন করে মনোনয়ন দাখিল করলেন এরশাদ পুত্র সাদ রংপুর-৩ সদর আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সাথে নিয়ে শোডাউনের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ। সোমবার দুপুরে তিনি রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা সাহাতাব উদ্দিনের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে বেলা পৌনে ৩ টায় বিশাল শোডাউন নিয়ে সাদ এরশাদ নির্বাচন অফিসে আসেন। এসময় তার সাথে ছিলেন জাতীয় পার্টিল মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি অফিসে প্রবেশ করলেও নির্বাচন কর্মকর্তার রুমে যান নি। নীচের একটি রুমে অপেক্ষা করেন। সাদ এরশাদ রিটার্নিং কর্মকর্তার কাছে জেলা জাতীয় পার্টিও যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুনশি আব্দুল বারী, জেলা ছাত্রসমাজের আহবায়ক আশরাফুল হক জবা, যুগ্ম আহবায়ক সোবহান মজিদ বিদ্যুৎ, যুব সংগহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকিকে নিয়ে তার মনোনয়ন পত্র দাখিল করে। এর আগে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে এসে পল্লী নিবাসে মহাসচিবসহ এরশাদেও কবর জিয়ারত করেন এবং মাওলানা কারামত আলী জৈনপুরির মাজার জিয়ারত করেন। জনগনের মনভাব বুঝে আমাকে দল থেকে মনোনয়ন দিয়েন প্রধান মন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় এসে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রেজাউল করীম রাজু তার মনোনয় পত্র জমা দিয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটায় রংপুর জেলা ও মহানগরের আওয়ামীলীগের নেতারা ছাড়ার অঙ্গ সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এসে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সমানে অবস্থান নেন।এপর দলের সনিয়র কয়েকজন নেতাকে সাথে নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহাতাব উদ্দিনের কক্ষে প্রবেশ করে তার হাতে মনোনয়পত্র জমা দেন।মনোনয়নপত্র জমাদান শেষে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের জানান, জনগনের

মনভাব বুঝে আমাকে দল থেকে মনোনয়ন দিয়েন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এখানে হের ফের হওয়ার কোন কিছুই নেই।গুজব ছড়িয়ে জিততে চায় জাতীয় পার্টি। রংপুরের মানুষ অতীতে যে ভুল করেছে এবার আর সেই ভুল করবে না। উন্নয়নের সার্থে এবার রংপুরের মানূষ নৌকায় ভোট দিবেন বলে জানান তিনি । আতœীয় স্বজন নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী রংপুর -৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী রিটা রহমান তার আতœীয় স্বজন নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন সাহাতাব উদ্দিনের কাছে সোমবার বিকেলে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তার আতœীয় স্বজন ছাড়া রংপুর জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মীকে তার সাথে দেখা যায়নি।মনোনয়ন পত্র জমা দিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বিভেদ ভুলে আমাদেও সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এই সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আমাদের পিছপা হলে চলবে না। সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন জানিয়ে রিটা রহমান বলেন, তার স্বামী জেল হত্যা মামলায় খালাস পেয়েছে। বঙ্গবন্ধ হত্যার সাথে তার স্বামীর কোন সম্পর্ক নেই। বিএনপি থেকে মনোনয় দেওয়া হয়েছে। গত সংসদ নির্বাচনে এবার উপ-নির্বাচনে তার জয় সুনিশ্চিত বলে জানান তিনি । সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে কাঁদলেন কাঁদালেন ইয়াসীর রংপুর-৩ আসনে উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ও রংপুর মহাগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর। নিজের জীবনের নিরাপত্তা ও সকলের ভালোবাসার সম্মান রক্ষার্থে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সোমবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কাযালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে নির্বাচনে অংশ না নেয়ার ব্যাখ্যা তুলে ধরেন এস এম ইয়াসীর। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, জাতীয় পার্টি করতে গিয়ে আমি অনেকবার মৃত্যুর মুখে পতিত হয়েছিলাম। অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি ভোট করতে চাইনি। সবার অনুরোধ, উৎসাহ ওপরামর্শে আমি নির্বাচনে অংশ নিতে নিয়েছিলাম। কিন্তু এরমধ্যে আমাকে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে। মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে।ইয়াসীর বলেন, আমিতো নিজের ইচ্ছাতে ভোট করতে চাইনি। আমিতো লুটপাট করতে দলে আসেনি। আমার তো টাকা পয়সা নেই। আমি ভোট করলে কিভাবে জিতব । তাই নির্বাচন থেকে সরে যাচ্ছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভোট করতে পারলাম না। আমাকে তারা ভোট করতে দিলো না। হয়তো আমাকে আর দলেও রাখবে না। আমাকে বের করে দিবে। আমি এরশাদ স্যারকে ভালোবেসে এই দলে এসেছিলাম। কর্মী থেকে আজ আপনাদের নেতা হয়েছি। তারপরও কর্মীদের নিয়েই আমি থাকতে চাই।দলমত নির্বিশেষে সবার মতামতের ভিত্তিতে নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন দাবি করেন। তিনি বলেন, আমি কোনদিন নির্বাচনের পক্ষে ছিলাম না। আমার কোন স্বপ্নও নেই। আমি কর্মী হিসেবে দলে আজ এই অবস্থানে এসেছি। আমাকে দলের নেতা-কর্মীরাই ভোট করতে উৎসাহিত করেছিলেন। অটো শ্রমিক, ব্যবসায়ী সংগঠনের নেতারা, হকার্স সমিতি, হিন্দু সম্প্রদায় নেতারা সহ বিভিন্ন সংগঠন থেকে আমাকে নির্বাচনে অংশ নিতে বলা হয়েছিলো। আমি সবার ভালোবাসা ও উৎসাহে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। দলীয় মনোনয়ন ও নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কিন্তু দুঃখের বিষয়টি দলের নীতি নির্ধারকরা আমাকে মূল্যায়ন করেনি।তিনি বলেন, আমি এরশাদ সাহেবের জন্য দল করেছি। আমি কারো কোনদিন ক্ষতি করিনি। যারা আমার ক্ষতি করেছে, আমি

তাদেরও উপকার করেছি। আজ আমার মতো কর্মীর যদি মূল্যায়ন না হয়, তাহলে আর কোন দিন কারো মূল্যায়ন হবে না। এসময় তার কান্নার সুরে সেখানে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments