বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়১০ ডিসেম্বরের মধ্যে বসবে পদ্মা সেতুর শেষ স্প্যান

১০ ডিসেম্বরের মধ্যে বসবে পদ্মা সেতুর শেষ স্প্যান

বাংলাদেশ প্রতিবেদক: মাত্র একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ অবকাঠামোর রূপ পাবে পদ্মা সেতু। আর সেই শেষ স্প্যানটি চলতি মাসের (ডিসেম্বর) ১০ তারিখের মধ্যেই বসে যাবে-এমনটাই জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ খবর জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবার জন্য এ সুখবরটি জানাতে চাই, এই বিজয়ের মাসেই পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যান বসে যাবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যানটি বসে যাবে আশা করছি।

এ সময় মন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সমালোচনা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্বের কোনো বিদ্রোহীকেই মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, অতীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছে, সে নির্বাচনে জয়ী বা পরাজিত যাই হোক না কেন এবার তাদের মনোনয়ন আমরা দেব না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments