শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়করোনা টিকায় অগ্রাধিকার দেওয়া হবে প্রবাসী কর্মীদের : প্রবাসী কল্যাণমন্ত্রী

করোনা টিকায় অগ্রাধিকার দেওয়া হবে প্রবাসী কর্মীদের : প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: করোনা ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকার তালিকায় বিদেশগামী প্রবাসী কর্মীদের রাখতে এবং বিনামূল্যে তাদের করোনা পরীক্ষার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এজন্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠিও দেওয়া হবে বলে জানান ইমরান আহমেদ।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শনিবার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

‘দক্ষ জনশক্তি প্রেরণ নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে’-শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিপক্ষে সাউথ ইস্ট ইউনির্ভার্সিটি অংশ নেয়। হাসান আহমেদ চৌধুরী কিরন বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় রাখা ও বিনামূল্যে করোনা পরীক্ষার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এই ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা বলেন মন্ত্রী।

পরে, প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রবাসী কর্মীদের উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে বলেন, করোনার কারণে বিভিন্ন দেশে আটকে থাকা শ্রমিকদের সেখানেই প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে, তারা দক্ষতা অনুসারে সেদেশে বিভিন্ন কাজে যুক্ত হতে পারবে।

এখন থেকে বিদেশে কর্মী পাঠাতে শ্রমিকদের দক্ষ করে তোলার বিষয়টিকেই সবচেয়ে বেশী গুরুত্ব দেয়ার কথাও বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। এছাড়া, কর্মী পাঠাতে স্বচ্ছতার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ডাটাবেজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments