মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeজাতীয়ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

বাংলাদেশ প্রতিবেদক: করোনা ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান। এসময় করোনার টিকাদান কর্মসূচি সফলভাবে কার্যকর করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।

সাক্ষাতে মহামারি থেকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে সরকারের সাথে বাংলাদেশের ভ্যাকসিন কর্মসূচির জন্য এডিবি’র এপিভিএক্স ফ্যাসিলিটির সহায়তায় ৯৪০ মিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এডিবি কান্ট্রি ডিরেক্টর জনগণকে টিকা দেওয়ার বিষয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।

এসময় প্রধানমন্ত্রী জানান, সরকার ঢাকা- বরিশাল-পটুয়াখালী রেললাইন নির্মান কাজ আগ্রাধিকার ভিত্তিতে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

পরে মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীর হাতে এডিবির প্রকাশিত একটি বইয়ের ৩টি খণ্ড তুলে দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments