শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাচাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহলের দাবি

চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহলের দাবি

বাংলাদেশ প্রতিবেদক: সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালসহ ৭ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে রাখে।

আন্দোলনকারীদের দাবি, মানুষ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে, কিন্তু সরকার কোটা বাতিলই করে দিয়েছে। সরকারি চাকরিতে কোটা ছাড়াও হাসপাতাল, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেবার দাবি জানান তারা।

শাহবাগ মোড় অবরোধের কারণে সব পথে দুর্ভোগে পড়েছেন পথে নামা হাজার হাজার মানুষ। তবে কর্মসূচির কারণে বিকল্প উপায়ে যান চলাচল করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments