শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: করোনায় দেশে একদিনে শনাক্তের হার ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯১ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৬৪ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৪৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬১টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৪৬ জন এবং নারী ১০ হাজার ১০৫ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি সরকারি হাসপতালে মারা গেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments